বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলে মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: মে ১১, ২০২৪; সময়: ৭:০৬ অপরাহ্ণ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলে মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৮মে) বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে ভার্চুয়ালি এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত হবে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের রেক্টর ইমরে বালোগ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, ডিগ্রি প্রদান, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে। সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট আদান প্রদানের সুযোগ পাবে ও উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা বিষয়ে ডিগ্রি প্রদান করবে।

সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে