ইবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব

প্রকাশিত: মে ১২, ২০২৪; সময়: ১:৩৬ অপরাহ্ণ |
ইবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে এই উৎসবের আয়োজন করে সংগঠনটি।

এসময় অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড.মিয়া রাসিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ ও প্রদীপ কুমার অধিকারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সুরাইয়া সুলতানা তৃষা ও তারিফ মেহমুদ চৌধুরীর সঞ্চালনা রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় আলোচনাসভা, নাচ, আবৃত্তি ও নাটক আয়োজন করে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, উপন্যাস আজও বাঙালির হৃদয়ে অসীম জায়গা জুড়ে রয়েছে। তার জন্মজয়ন্তীতে বাঙালিরা সর্বদাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে