কোচ ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

প্রকাশিত: মে ১৪, ২০২৪; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
খবর > খেলা
কোচ ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

পদ্মাটাইমস ডেস্ক : ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের ডেডিকেশনের প্রশ্ন কখনো ছিল না। সবসময় নিজের সবটুকু উড়াড় করে দিয়ে খেলেছেন, বা খেলছেন।

আজ মঙ্গলবার সকালে ক্রিকেটাররা যখন বিশ্রামে কাটাচ্ছেন সাকিব তখন ব্যতিক্রম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে করছেন ব্যাটিং অনুশীলন।

দুইজন থ্রোয়ার নিয়ে সাকিব শান দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। সাকিবের এই অনুশীলনে আছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। খেলোয়াড় সাকিব বেশ অনেক আগে থেকেই নিজের ব্যক্তিগত পরামর্শের জন্য ছেলেবেলার কোচ ফাহিমের দ্বারস্থ হন।

সাকিব নিজের ব্যাটিং ভুলগুলো নিয়েই কোচ ফাহিমের সঙ্গে কাজ করছেন তিনি। নেটের বাইরে থেকে সেই ভুলগুলো নিয়েই সাকিবকে দেখিয়ে দিচ্ছেন ফাহিম।

২০২৩ বিশ্বকাপের মাঝপথেও সাকিব নিজের ব্যাটিং ঠিক করতে দেশে ফিরেছিলেন। সেবারও এই কোচ ফাহিমের অধীনেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো এক ফিফটি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে