বিশ্বকাপে সহঅধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন
পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপে যার যাওয়া নিয়েই ছিল শঙ্কা, সেই তাসকিনই শেষ পর্যন্ত সহ-অধিনায়ক হয়ে যাচ্ছেন বিশ্বকাপে। ইনজুরি আক্রান্ত এই খেলোয়াড়কে নিয়ে বিসিবি অপেক্ষা করতে চেয়েছিল।
সেই অপেক্ষার ফল সুমিষ্ট হয়েই যেন ধরা দিচ্ছে এবার। বিপিএলে দুর্দান্ত ঢাকার পর আরও একবার নেতৃত্বের ভার নিচ্ছেন তাসকিন। তবে এবার তিনি নাজমুল হোসেন শান্তর ডেপুটি। আর দায়িত্বের জায়গাও জাতীয় দল।
অবশ্য গতকাল রাত থেকেই আভাস পাওয়া গিয়েছে তাসকিনকে নিয়েই বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। বর্তমান ইনজুরির আলোকে বলা যায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। যে কারণে হয়ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা মিস করবেন তিনি।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। শ্রীলঙ্কার বিপক্ষে হবে সেই ম্যাচ। দিনক্ষণের হিসেবে তাসকিনের হাতে সময় আছে ২৪ দিন। পর্যাপ্ত বিশ্রাম শেষে সহ-অধিনায়কের ভূমিকা নিয়েই মাঠে নামবেন এই পেসার।