মোহনপুরে ভাইচ চেয়ারম্যান প্রার্থী মিঠুর প্রচারণা

প্রকাশিত: মে ১৫, ২০২৪; সময়: ৯:২৩ অপরাহ্ণ |
মোহনপুরে ভাইচ চেয়ারম্যান প্রার্থী মিঠুর প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ মে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালিয়েছেন ভাইচ চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মিঠু। বুধবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে তিনি তার তালা প্রতিকের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন।

এসময় মোহনপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মিঠু বলেন, আমি মোহনপুর উপজেলার বরিঠা গ্রামের বাসিন্দা কাজী ফজলুর রহমানের ছেলে। বাবার ন্যায় আমিও কাজী পেশার সাথে জড়িত। এছাড়া আমি কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বর্তমানে আমি জনগনের সেবার করার লক্ষ্যে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আপনারা আমাকে বিজয় করার জন্য তালা প্রতিকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সম্মানের সহিদ সেবা প্রদান করে যাবো।

প্রচারণায় উপজেলার নেতাকর্মীসহ ভোটাররা উপস্থিত থেকে তালা প্রতিকের ভোট প্রার্থনা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে