নাটোরে আদিবাসী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: মে ১৮, ২০২৪; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
নাটোরে আদিবাসী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে জয় পাহান (২১) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শেখের হাট এলাকায় একটি গাব গাছ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জয় পাহান সদর উপজেলার দরাপপুর গ্রামের জগেশ পাহানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জয় পাহান শুক্রবার সকালে বাবা মায়ের সাথে অভিমান করে বাড়ী থেকে বের হয়। এর পর সে আর বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। এরই এক পর্যায়ে শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার শেখের হাট গ্রামের একটি গাব গাছের সাথে গলায় রশি পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার এই মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছ্।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে