নন্দীগ্রামে এক রাতে তিনটি গরু চুরি

প্রকাশিত: মে ১৯, ২০২৪; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
নন্দীগ্রামে এক রাতে তিনটি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে এক রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের জুমুলতলা এলকার সামেদ আলীর ছেলে শাহজাহান আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহজাহান আলীর বলেন, রাত ১০টার দিকে আমি গোয়াল ঘরে গরু দেখেছি। রাত সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা। গোয়াল ঘরের ভিতরে ঢুকে দেখি তিনটি গাভী ও একটি ষাঁড় চুরি করে নিয়ে গেছে চোরেরা। দোয়াল কেটে চোরেরা গরু বের করেছে। সাথে সাথে লোকজন নিয়ে খুঁজতে বের হই। নিজামত কুড়ির কাছে গিয়ে ষাঁড়টি পাই। ষাঁড়টি চোরের হাত থেকে ছুটে চলে এসেছে মনে হয়। গাভী তিনটি খুঁজে পাইনি। যে তিনটি গাভী চুরি করে নিয়ে গেছে তার আনুমানিক দাম হবে ৩ লাখ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে