১৫ বছর বয়সে বাড়ি ছেড়েছে ছেলে, কারণ জানালেন অক্ষয়

প্রকাশিত: মে ২১, ২০২৪; সময়: ৩:১৬ অপরাহ্ণ |
খবর > বিনোদন
১৫ বছর বয়সে বাড়ি ছেড়েছে ছেলে, কারণ জানালেন অক্ষয়

পদ্মাটাইমস ডেস্ক:  সন্তানদের ব্যাপারে সেই ভাবে জনসমক্ষে কথা বলতে দেখা যায় না বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। ছেলে আরাভ ও মেয়ে নিতারাকে প্রচার দুনিয়া থেকে দূরেই সরিয়ে রাখেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে কথা বললেন অক্ষয়। জানালেন, ছেলে আরাভের নাকি অভিনয় জগতে আসার কোনও পরিকল্পনা নেই। বরং ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে চান তিনি।

১৫ বছর বয়সে বিদেশে পড়াশোনা করতে যান আরাভ। কিন্তু অক্ষয়ের ইচ্ছে ছিল না, ছেলে এত কম বয়সে ঘর ছাড়ুক। তিনি বলছেন, ‘আমার ছেলে আরাভ লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মাত্র ১৫ বছর বয়সে ও বাড়ি ছাড়ে। ও পড়াশোনা করতে খুব ভালবাসে। একা থাকতেও পছন্দ করে। ও নিজেই চেয়েছিল বিদেশে গিয়ে পড়তে। যদিও আমার ইচ্ছে ছিল না। আমি ওকে আটকাতে পারিনি, কারণ, আমি নিজেও ১৪ বছর বয়সে ঘর ছেড়েছিলাম।’

অক্ষয় জানিয়েছেন, আরাভ বাড়ির সমস্ত কাজ নিজে করতে পছন্দ করেন। ও নিজের পোশাক নিজে ধোয়। খুব ভাল রান্না করে। খুব দামি পোশাক পরতে পছন্দ করে না। সেকেন্ড হ্যান্ড পোশাকের দোকান থেকে কেনাকাটা করে। ও জিনিসপত্র নষ্ট করতে পছন্দ করে না।’

চলচ্চিত্র জগতে আরাভের আসার কোনও পরিকল্পনা নেই বলেও জানান অক্ষয়। তার কথায়, ‘আমরা কোনও কিছু ওর উপর চাপিয়ে দেইনি। ওর ফ্যাশনে আগ্রহ আছে। ওর অভিনয়ে আসার ইচ্ছে নেই। ও নিজেই আমাকে বলেছে, অভিনয় করতে চাই না। আমি বলেছি, জীবনটা তোমার। যেটা ভাল লাগে, সেটাই করো।’

অক্ষয় এ প্রসঙ্গে স্ত্রী টুইঙ্কল খন্নারও প্রশংসা করেছেন। অভিনেতা বলছেন, ‘যেভাবে টুইঙ্কল ও আমি আরাভকে বড় করছি, তাতে আমি খুশি। ও খুব সাধারণ ছেলে। উল্টো দিকে, আমার মেয়ে আবার সুন্দর পোশাক পরতে ভালবাসে।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে