পত্নীতলায় সাইকেল কিনে না দেওয়ায় অভিমানে শিশুর বিষপান

প্রকাশিত: মে ২১, ২০২৪; সময়: ৬:৫৪ অপরাহ্ণ |
পত্নীতলায় সাইকেল কিনে না দেওয়ায় অভিমানে শিশুর বিষপান

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করে মুমিনুল (১১) নামের এক শিশু। ওই শিশু উপজেলার নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে থাকা ধানে ব্যবহার করা বিষ পান করে মুমিনুল। পিতা ইদ্রিস আলী বলেন , বেশ কিছুদিন ধরে মুমিনুল সাইকেল নেওয়ার জন্য বায়না ধরে । গত সোমবার হাটে সাইকেল কিনতে যেয়ে কেনা হয়নি পরে যাওয়ায় হাট শেষ হয়ে গেছে। আগামী হাটে কিনে দিবো। সাইকেল না আনার জন্য সে রাগ করে কান্নাকাটি করে, সকালে গোপনে বিষ পান করে। পরে বমি করে নিজ থেকে বলে সে বিষ খেয়েছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা ওয়াস করে চিকিৎসা দিয়েছে বর্তমানে ভাল আছে। সরেজমিনে হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় ছোট শিশু মুমিনুল চিকিৎসাধীন।

নজিপুরে ইউপি’র ৫ নং ওয়ার্ড( নাদৌড়) সদস্য আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে রাগ করে বিষ পান করে, অল্প পরিমান বিষ পান করেছে, হাসপাতালেই আছে ভাল আছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে