বাগাতিপাড়ায় হেরোইনসহ নারী আটক

প্রকাশিত: মে ২২, ২০২৪; সময়: ৬:৪৩ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় হেরোইনসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় ৫ গ্রাম হেরোইনসহ চম্পা খাতুন (৩০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম।

বুধবার (২২ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই দপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে উপজেলার হিজলী পাবনাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হেরোইন ও আলামতসহ চম্পাকে আটক করা হয়। সে ওই এলাকার বিল্লাল মুন্সির মেয়ে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে