কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

প্রকাশিত: মে ২৮, ২০২৪; সময়: ৫:০৪ অপরাহ্ণ |
কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন কমিশন পরিচালনা-২ এর উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

২৯শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ঘূর্ণিঝড় রেমাল ও বৈরি আবহাওয়ার কারনে যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ বিভ্রাটের কারনে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

এদিকে নির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে নির্বাচনী সরঞ্জামের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। কচুয়ায় ১১০টি কেন্দ্রে ১জন হিজড়া ভোটারসহ মোট ৩ লক্ষ ৩০ হাজার ৫শ২৫ জন ভোটার রয়েছে। তন্মধ্যে পুরুষ ১ লক্ষ ৭২ হাজার ৫শ ৪৬ জন এবং মহিলা ১ লক্ষ ৫৭ হাজার ৯শ ৭৮ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে