পোরশায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক ফুটবলের ফাইনাল

প্রকাশিত: জুন ১০, ২০২৪; সময়: ৭:০৭ অপরাহ্ণ |
খবর > খেলা
পোরশায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক ফুটবলের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক, পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বিকালে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালকদের খেলা অমিমাংশিত ভাবে শেষ হলে ট্রাইবেকারে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৩-১ গোলে দয়াহার সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জয় করে। অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালিকাদের খেলায় গাঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে শরিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জয় করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, নিতপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আনোয়ার হোসেন মিল্টন, আকবর আলী, মাসুদুর রহমান শাহ্, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম সহ কর্মকর্তা ও স্থানীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকাল সোয়া পঁচটায় খেলার উদ্বোধন করেন ইউএনও আরিফ আদনান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে