চীনে মার্কিন ৪ শিক্ষককে ছুরিকাঘাত
পদ্মাটাইমস ডেস্ক : চীনের একটি পার্কে দুর্বৃত্তের ছুরি হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। আহত চার শিক্ষক যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্নেল কলেজের শিক্ষক। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১০ জুন) চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের সরকারি একটি পার্কে ঘটনাটি ঘটে।
আইওয়ার প্রতিনিধি অ্যাডাম জাবনের বলেছেন, ছুরিকাঘাতের শিকার ব্যক্তিদের একজন হলেন তার ভাই ডেভিড।
তিনি বলেন, ইনস্ট্রাক্টরদের দল সোমবার স্থানীয় একটি মন্দির পরিদর্শন করতে গেলে এক লোক এসে ছুরিকাঘাত করে। হামলায় তার ভাইয়ের হাতে আঘাত লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কর্নেল কলেজ এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকরা দিনের বেলা পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে তারা।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটির বিষয়ে তারা অবহিত আছেন; কিন্তু আর বেশি কিছু জানাননি তিনি।