সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরবর্ণিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন (৩৫) খোদা বক্সের ছেলে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গালা ইউনিয়নের চর বর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ২ ঘণ্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে সায়েম গ্রুপের ছানোয়ার হোসেন মারা যায়। উভয়পক্ষের আহত হয় আরো ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানার ওসি আসলাম উদ্দিন জানান।
তিনি জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।