পোরশায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রকাশিত: জুন ১৯, ২০২৪; সময়: ২:৩৪ অপরাহ্ণ |
পোরশায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যানের ২০০১ সালের এসএসসি ব্যাচের ৩৫ জন বন্ধুর উদ্যেগে ওই সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া সংবর্ধনায় সভাপতিত্ব করেন এন্তাজুল হক। প্রধান অতিথি ছিলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন, বীর মক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন মাস্টার। এসময় প্রকৌশলী শহিদুল ইসলাম, নওগাঁ জজ কোর্টের অ্যাডভোকেট শাহিন কাদির ডলার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাখোয়াত হোসেন সহ ২০০১সালের এসএসসি ব্যাচের ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে