দোকানে ছেলের দুপুরের খাবার পৌছে দিতে পারলো না বাবা

প্রকাশিত: জুন ২৬, ২০২৪; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
দোকানে ছেলের দুপুরের খাবার পৌছে দিতে পারলো না বাবা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডের অদুরে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে দুপুরের খাবার নিয়ে ছেলের দোকানে পৌছার আগেই পথে দুরপাল্লার যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সামছুদ্দিন (৬১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডের অদুরে শান্তিনগর রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সামছুদ্দিন কালাই উপজেলার পুনট ইউনিয়নের বুড়ইল গ্রামের মৃত ছবের আলীর ছেলে। এ বিষয় নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সামছুদ্দিন প্রতিদিনের মত মোটরসাইকেল নিয়ে আজ বুধবার দুপুরে পুনট বাজারে নিজস্ব দোকানে ছেলের খাবার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শান্তিনগর সড়কের মোড় থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে দূর্বদিকে যাওয়ার পথে বাসস্ট্যান্ডের অদুরে দুরপাল্লার যাত্রীবাহী একটি বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সামছুদ্দিনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও সহকারি মিলে বাস নিয়ে পালিয়ে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে