মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশিত: জুন ২৯, ২০২৪; সময়: ৪:১২ অপরাহ্ণ |
মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহ্ফিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা বিএনপির কর্যালায়ে এ আয়োজন করেন শ্রমিক দলের নেতা-কর্মীরা।

মোহনপুর শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান, সাবেক ছাত্রদল নেতা ও জিয়া পরিষদের সাবেক সভাপতি গোলাম আরিফ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রনি।

যুগ্ম আহ্বায়ক কাজিমুদ্দিন, জেলা প্রজন্ম ও ৭১ এর আহ্বায়ক মিলন, কাশিয়াডাঙ্গা থানার ছাত্রদলের সদস্য সচিব জিন্না, পবা উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, মোহনপুর উপজেলা বিএনপি আহবায়ক মাহাবুব অর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মসিউর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

মিলাদ মাহ্ফিলে তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তিনি যেন শারিরিকভাবে সুস্থ হোন ও আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিয়ে সরকার গঠন করতে পারেন এমনটাই কামনা করেন তারা।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে