শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশিত: জুন ৩০, ২০২৪; সময়: ২:৫৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯) ও ৫০ বছর বয়সী বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সী ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিল। এসময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় ট্রাকটি আটক হলেও চালক ও সহকারী পালিয়েছে। একই সময় শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা খাতুন রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় বর্ষা খাতুনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে