মহাদেবপুরে পৃথক দুই ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২

প্রকাশিত: জুলাই ৪, ২০২৪; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
মহাদেবপুরে পৃথক দুই ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে মোটর সাইকেলের সাথে সংঘর্ষে এনজিও কর্মী মো. জসিম উদ্দীন (২৩) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জসিম উদ্দীন চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মহিষবাথান শাখার প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, নিহত জসিম উদ্দীনের আগামীকাল শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য তিনি অফিস ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল দেবীপুর মোড়ে পৌঁছালে গ্রামের মধ্যে থেকে উঠে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জসিম উদ্দিন গত বছরের জানুয়ারি মাসে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে চাকুরীতে যোগদান করেন। এ ব্যাপরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকেই তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

অপরদিকে, নওগাঁর মহাদেবপুরে ব্যাটারি চালিত অটো রিকসাতে চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটো রিকসা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার চেরাগপুর ইউপির বুজরুক বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মাহবুব আলম চার্জার ব্যটারি চালিত অটো রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মত বুধবারও সারাদিন অটো রিকসা চালিয়ে রাতে বাড়ি ফেরার পর অটো রিকসায় চার্জের সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত তিনি বিদ্যুৎ পিষ্ট হয়।

পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে