সাবেক কাউন্সিলর মাহবুব সাঈদ টুকুর মৃত্যুতে রাসিক মেয়রের শোক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪; সময়: ২:২৫ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া নিবাসী ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব সাঈদ টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার সকাল ছয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন মাহবুব সাঈদ টুকু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।