কবি মাকিদ হায়দারের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, পাবনা : বাংলা একাডেমি পদকপ্রাপ্ত পাবনার ভূমিপুত্র কবি মাকিদ হায়দার আজ সকালে মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৭৬ বছর ৯ মাস ১২ দিন। কবি দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার দোহাড় পাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা হাকিম উদ্দিন ও মাতা রহিমা খাতুন। তিনি ২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
কবির ছেলে আসিফ হায়দার এ তথ্য নিশ্চিত করে বলেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২ টার দিকে বাবার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর সেখান থেকে সরাসরি পাবনায় কবির গ্রামের বাড়ি নেওয়া হবে। সেখানে কবিকে দাফন করা হবে।
কবির সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ, তার বোন ও ছিল সাত জন। তার ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই দেশের সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত।
কবির মৃত্যুতে পাবনার সাহিত্য অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। পাবনার সাহিত্য চর্চা মানুষগুলো তাদের অভিভাবককে হারিয়ে অশ্র্রুসিক্ত নয়নে কবির মরদেহ দেখার অপেক্ষায় রয়েছে।
পাবনায় কর্মরত শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, রাজনৈতিক ব্যাক্তিসহ সর্বস্তরের মানুষ কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পাবনার কবি ও লেখক ক্যাপ্টেন ডাক্তার সরয়ায় জাহান ফয়েজ (অব:) বলেন, তার মৃত্যু আমাদের এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। কবি এবং সাহিত্যিক ডাঃ মখলেস মুকুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, অভিভাবক হীন হয়ে পরলাম।
কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাবনার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।