কখনও বিসিএস দেইনি, উনি আমার মায়ের ড্রাইভার নন: তাহসান

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪; সময়: ১২:৪৭ অপরাহ্ণ |
খবর > বিনোদন
কখনও বিসিএস দেইনি, উনি আমার মায়ের ড্রাইভার নন: তাহসান

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রশ্নফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় দেশজুড়ে চলছে সমালোচনা। যারা এই কুকর্মে লিপ্ত হয়েছেন তাদের নামের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা থেকে সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম ছড়িয়েছে।

তবে বিষয়টি পুরোপুরি ভুয়া বলে জানিয়েছেন তাহসান খান। তার দাবি, ‌পুরো বিষয়টিই ভুয়া। আমি কখনোই বিসিএস দেইনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না।

মায়ের নাম জড়ানোতে তাহসান বলেন, এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে