শিবগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪; সময়: ১:৩৫ অপরাহ্ণ |
খবর > খেলা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান ও বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় ১-০ গোলে শ্যামপুর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়েছে জয়লাভ করে মোবারকপুর ইউনিয়ন পরিষদ দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।