দুর্গাপুরে বজ্রপাত প্রতিরোধে ৪০০ তালগাছের চারা রোপণ
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধক তালের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
রোববার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান ও পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু। অন্যান্যের মধ্যে সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার মাড়িয়া থেকে হোজা ভায়া কাশিমপুর সড়কের এক কিলোমিটার রাস্তাজুড়ে ৫ মিটার পরপর প্রায় ৪০০ তালগাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।