গুরুদাসপুরে দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪; সময়: ২:৫৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৭৪ জন দুস্থ-অসহায় ব্যক্তিদের হাতে ৩ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লা বীন কুদ্দুস শোভন, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামসহ আরও অনেকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে