রাণীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।কর্মসূচীতে কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে বাজার অভিমুখে চলতে থাকেন।সদরের বিজয়ের মোড়ে পৌছে সেখানে নওগাঁ-আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সড়কের মাঝখানেই বসে থেকে বেশ কিছু সময় অবস্থান করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।এরপর সদরের উপজেলা অভিমুখে মিছিল নিয়ে যাবার সময় কিছুটা পুলিশের বাধার মুখে পরে। পরে সেখান থেকে রাণীনগর রেলওয়ে ষ্টেশনে ফিরে কর্মসূচী শেষ করেন।