গুরুদাসপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হামলা
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি মিছিলে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২ টার দিকে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ রোডে ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১১টার দিকে গুরুদাসপুর সদরের উত্তর নারী বাড়ি এলাকার বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজ থেকে শতাধিক ছাত্র একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি থানার মোড় হয়ে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের সামনে গেলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা ওই মিছিলে হামলা চালায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। মিছিলটি ছত্রভঙ্গ হলে ছাত্রলীগ সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা করলে পুলিশের জোড়ালো ভুমিকায় তা থেমে যায়।
হামলার অভিযোগ অস্বীকার করে গুরুদাসপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু তাহের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি দলীয় নেতাদের নির্দেশে মিছিল নিয়ে ছাত্রদল নেতা-কর্মীরা আমাদের কলেজে বিশৃংখলার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া দেয়া হয়েছে মাত্র।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন মোবাইল ফোনে জানান, আমি দাপ্তরিক কাজ নিয়ে নাটোরে আছি। ঘটনা স্থলে পুলিশ পাঠনো হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। তবে কেউ পরিবেশ অস্থিতিশীল সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।