মান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় খেলতে গিয়ে পুুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের জিঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হল জিঐল গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে জান্নাতুন (৩) ও প্রতিবেশি আনারুল হকের মেয়ে মাইশা (৪)।
স্থানীয় বাসিন্দা মোসাদ্দেক হোসেন বলেন, নিহত দুই শিশু প্রায় সমবয়সী। প্রতিদিন একই সঙ্গে থেকে খেলাধূল করত। শনিবার সকাল থেকে তারা এক সঙ্গেই ছিল। দুপুরের দিকে হঠাৎ করেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহের বশে বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।