বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, বাঘা : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়নে রাজশাহীর বাঘায় মৎস্য চাষী, মৎস্যজীবী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল- “ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ”।
মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির ১ম দিন মঙ্গলবার (৩০ জুলাই) রয়েছে- মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা মাইকিং, ২য় দিন বুধবার (৩১ জুলাই) বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন।
৩য় দিন বৃহস্পতিবার (১ আগষ্ট) মৎস্য সম্পদের দায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে চাষী ও সুধিজনদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন শুক্রবার (২ আগষ্ট) মৎস্য চাষিদের পুকুরের পানি ভৌত ও রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও পরামর্শ প্রদান, নিরাপদ আমিষের প্রধান উৎস্য হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়, ৫ম দিন শনিবার (৩ আগষ্ট) মৎস্য চাষীদের পুকুরের পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও পরামর্শ প্রদান, মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা, ৬ষ্ঠ দিন রোববার (৪ আগষ্ট) সুফলভোগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, ৭ম দিন সোমবার (৫ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
সভায় উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন মৎস্যচাষি সমবায় সমিতির সভাপতি,আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, গাওপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নূর হোসেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ প্রেস ক্লাবের গোলাম তোফাজ্জল কবীর মিলন, আসলাম হোসেন, লালন উদ্দীন, ফজলুর রহমান মুক্তা, সাইদুল ইসলাম, সুব্রত কুমার, দোয়েল হোসেন, আব্দুল আব্দুস সালাম, জহুরুল ইসলাম প্রমুখ।