চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪; সময়: ১২:২১ অপরাহ্ণ |
খবর > বিনোদন
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ

পদ্মাটাইমস ডেস্ক : বেশ কিছুদিন ধরে বলিউড বাদশাহ শাহরুখ খানকে দিন-রাত সবসময়ই সানগ্লাস পরে থাকতে দেখা গেছে। এবার জানা গেল নেপথ্য কারণ।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ। গত সোমবার (২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে যান চিকিৎসা করাতে। কিন্তু সেখানে আশানুরূপ ফল না পাওয়ায় মঙ্গলবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি।

এর আগে গত মে মাসে আইপিএলের খেলা চলাকালে অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ হয় শাহরুখ খানের। সে সময় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, পাঠান, জওয়ান ও ডাঙ্কি নামে সম্প্রতি ভক্তদের তিনটি সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে ‘কিং’ সিনেমায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে