নিয়ামতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪; সময়: ২:২৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, অফিসার ইনচার্জ আল মাহমুদ, নওগাঁ জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলু, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব- উল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) আমেনা বেগম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

আইন-শৃঙ্খলা সভার পূর্বে ৫ আগষ্ঠ বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্ম বার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্ম বার্ষিকী এবং ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে