জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪; সময়: ২:৪১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক কমল, নির্বাহী অফিসার রবিন শীষ, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।