সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪; সময়: ২:৪৪ অপরাহ্ণ |
সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা। স্বাগত বক্তব্য রাখেন উপজলো মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান।

অন্যদের মাঝে বক্তব্য দেন তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে