বাগমারায় জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪; সময়: ৪:১২ অপরাহ্ণ |
বাগমারায় জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো ম্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ২০২৪ সালের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাচেন আলী, সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হাবীব, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জিয়াউদ্দীন টিপু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে