নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে আল-আমিন (২৬) নামে এক কলেজছাত্র প্রায় একমাস আগে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় জিডি এবং পরিচিত স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার সন্ধান চেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে আল-আমিনের স্ত্রী কানিজ সুবর্না বলেন, গত ৪ জুলাই বিকেলে বাড়ি থেকে টিউশানির জন্য বের হয় আল-আমিন। এরপর আর ফিরে আসে নাই। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে না পেয়ে ৬ জুলাই ভাই আমীর হামজা থানায় অভিযোগ করেন। পুলিশের পরামর্শে ১২ তারিখে জিডি করেন। কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাচ্ছি না। সে কোনো সংস্থার কাছে আটক বা বেঁচে আছে না-কি মরে গেছে কিছুই জানতে পারছি না।
তিনি বলেন, আল-আমিন নাটোর এনএস কলেজ থেকে এবার রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে। লিখিত পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা বাকি আছে। পড়ালেখার পাশাপাশি টিউশনের টাকায় সংসার চালাতেন। একমাত্র ছেলে নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। ছেলে বারবার বাবাকে দেখতে চায়। আমি এই অবুঝ শিশুকে কিভাবে বুঝাব তার বাবার খোঁজ নেই।
সংবাদ সম্মেলনে আল-আমিনের ছেলে আব্দুল্লাহ (৩), স্ত্রী কানিস সুর্বনা, মা মেহেরুন বেগম, ভাই আমির হামজা ও মামা শ্বশুর সবুজ আলী উপস্থিত ছিলেন।
আল-আমিন হোসেনের মা মেহেরুন বেগম বলেন, আল-আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। কোনো রাজনৈতিক দলের কর্মকান্ডে সম্পৃক্ত ছিল না। টিউশন করে পড়ালেখা করতো। হঠাৎ করে একজন মানুষ এভাবে নিখোঁজ হয়ে যায়। আগে কখনো কল্পনাও করি নাই।
বড় ভাই আমির হামজা বলেন, আমরা পুলিশ, র্যাব এর কাছে বারবার ধরনা দিয়ে কোন লাভ হচ্ছে না। আমার ভাই জীবীত না-কি মৃত আমরা জানতেও পারছি না।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরল মরমু বলেন, নিখোঁজ আল-আমিনের খোঁজে কাজ চলছে। ইন্টারনেট জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি তার সন্ধান পাওয়া যাবে।