কুষ্টিয়ায় বৃষ্টি উপেক্ষা করে মিছিল, নেতৃত্বে বিএনপি সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
শনিবার বেলা ১২টার দিকে শহরের সাদ্দাম বাজার মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি চৌড়হাস মোড়ে গিয়ে আবার সেখান থেকে ফিরে মজমপুর গেটে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নেতৃত্বে দেখা যায়। এছাড়া স্থানীয় বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মী মিছিলে ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মিছিলে শিক্ষার্থী ছাড়াও অনেক নারী পুরুষকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া মজমপুর বাস ডিপো অতিক্রম করার সময় মিছিলকারীদের মধ্য থেকে পুলিশের দিকে একজন পানির বোতল ছুড়ে মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখলেই মিছিলের ভেতর থেকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায়। তবে এই মিছিলে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিছিল চলাকালে সতর্ক পাহারায় ছিল বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য।