ইবির প্রধান ফটকে গ্রাফিতি এঁকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ইবি : দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়। এসময় কিছু সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন তারা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গ্রাফিতি এঁকে আন্দোলনে আরেক মাত্রা আনেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, আমরা সবসময় বলে এসেছি আমাদের ভাইদের মরদেহের ওপর দিয়ে কোন সংলাপ নয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। আজকের মধ্যে ৯ দফা দাবি মানা না হলে আগামীকাল থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। সরকারকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না এই দেশের জনগণ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করেন। তাতে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের ঘোষণা দিয়ে প্রধান ফটকে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে থাকেন।