আংটি চুরির মামলায় এনায়েতপুর থানা যুবলীগ নেতা আটক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
আংটি চুরির মামলায় এনায়েতপুর থানা যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে একটি বাড়ির অনুষ্ঠান থেকে মূল্যবান ঘড়ি ও হীরের আংটি চুরির মামলায় থানা যুবলীগ নেতা জামিল খানকে (৫২) আটক করেছে এনায়েতপুর থানা পুলিশ। তিনি এনায়েতপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ খানের ছেলে। তিনি মানব পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালের কামারখন্দ থানায় জিআর ৭৪ নম্বর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল এনায়েতপুর থানা যুবলীগের সভাপতি প্রার্থী জামিল হোসেন খানের। এ ব্যাপারে আদালতের নির্দেশ বাস্তবায়নে শনিবার সকালে এনায়েতপুর পুরাতন বাজারে অবস্থানকালে থানার এস আই আব্দুল মালেক, এএসআই ওবায়দুর রহমান অভিযান চালিয়ে জামিল খানকে আটক করে। পরে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে আটকের সময় জামিল খান পুলিশকে জানিয়েছেন, তিন বছর আগে কামারখন্দ থানার বড়ধুল গ্রামের দেশের অন্যতম জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী মোকবুল হোসেন মুকুলের বাড়িতে একটি অনুষ্ঠানে যান তিনিসহ পরিচিতরা। তখন ঐ বাড়িতে একটি মূল্যবান ঘড়ি ও হীরের আংটি চুরি হলে তাকেসহ বেশ কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। এরপর আদালত মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কৌশলে তিনি পালিয়ে ছিলেন।

তার বিরুদ্ধে বিদেশ পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগে মামলা রয়েছে।

এদিকে ব্যবসায়ী মকবুল হোসেন মুকুলের ভাই কামারখন্দের ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু জানান, জামিল খানসহ আরও দুইজন মিলে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের হীরের আংটি ও ঘড়ি চুরি করে নিয়ে যায়। এরপর তারা দেওয়ার কথা বলেও না দিলে আমরা মামলা করতে বাধ্য হই। জামিল খান আটক হয়েছে জেনে পুলিশের প্রতি আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামী জামিল খানের অবস্থান জানতে পেরে দ্রুত পুলিশ পাঠিয়ে আটক করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে