জয়পুরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে শহরের রাস্তায় রাস্তায় শিক্ষার্থীদের ঢল নামে। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মিছিলকারীরা সরকারের পদত্যাগের ও দাবী জানান।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় সমবেত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাটার মোড়ে এসে মুল সড়কে অবস্থান নেয়। সেখানে ১ ঘন্টা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে আসতে চাইলে বাটার মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধা অপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অবস্থান নেয়। সেখানে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। মিছিলে-স্লোগানে কার্যত উত্তাল হয়ে উঠে জয়পুরহাট শহর।
এ সময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘শিক্ষার্থীদের বুকে গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিনে নাটক, রাতে আটক’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলের ফাঁকে ফাঁকে সমাবেশে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন। শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের গুলি করে, হত্যা করে, গণগ্রেপ্তার করে কোনো আন্দোলন দমানো যায়নি। রক্তে ভেজা বাংলাদেশে শিক্ষার্থীদের খুনিদের ঠাঁই হবে না। বায়ান্ন, উনসত্তর, একাত্তর ও নব্বইয়ে বুকের রক্ত ঢেলে বিজয়ী হয়েছেন শিক্ষার্থীরা। এবারও শিক্ষার্থীদের রক্ত বৃথা যাবে না। শিক্ষার্থী হত্যাকারী হায়েনাদের শাস্তিসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন না।
শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। শিক্ষার্থীরা পাঁচুরমোড়ে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপুর্ণ ভাবে তাদের কর্মসুচী পালন করেছে। এসময় সড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।