ঝরে প্রাণ বারে বার
লেখক : মাহবুব দুলাল
ঝরে গেল প্রাণ
রয়ে গেল স্বজন হারানো অশ্রুজল
গেঁথে গেল স্বাধীকারের আরেকটি অধ্যয়;
মহতের ইতিহাস হলো অজাত শত্রুর নিশানা
ভিখারী সাজাতে ধ্বংস উন্নয়ন
ফলাফল হলো বিভৎষ্যের।
অপেক্ষায় থাকে সুযোগের ফাঁকে
ঝরাই প্রাণ বারে বার-
জাতি মারা পাষন্ডদের হৃদয় হুংকার
দিয়ে উঠে; রক্ত নিয়ে দেশ ভিজিয়ে
আবারো চলে যায় অন্তরাল।
এরা ছিল এরা থাকবে বাংলাদেশে
এমন হায়েনার দল ছিল ৫২-তে
একাত্তর, একানব্বই-এ; তারা মরে না-
রক্ত নিয়ে জীবন কাড়ে
অতিতের ছেঁড়া-কাটা বস্তু শুঁকে
কারণে অকারণে খুন-ধ্বংস; পিছু ছাড়ে না আমাদের।
সহিংসতা পাল্টে দিল সবকিছু
চেনা মানুষগুলোও হয়ে গেল অচেনা
ঘাপটি মারা শকুনেরা শরীরের গন্ধে পাগল-
ধপাস করে উল্টে গেল অর্জন
একটু একটু করে গড়ে তোলা
সংগ্রামের অর্জন ভালবাসার অর্জন
একনদী রক্ত বিসর্জনের অর্জন-
ধারে থাকা মানুষগুলো হয়ে যায়
অনেকের আপন
যারা সুযোগ বুঝে উড়াল দেয় দুরে-বহুদুর।
এবার
কোটা বিরোধী শহীদদের রক্তের প্রতিটি ফোটা
ধমনী শিরায় বয়ে চলুক চিরকাল
চাকুরী প্রাপ্তিদের-
মিশে থাক জন্মভূমির প্রতিটি পলে পলে
ঘাসেদের বুননে, সবুজের আঙিনায়
নদীর ঢেউয়ে, বাতাসের কানে
কাশবনের রেনুতে রেনুতে; মানবের মনে বিস্তীর্ণ ভূমে।