শিবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪; সময়: ৭:৫৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : কেন্দ্র ঘোঘিত কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কানসাট গুড়পট্টি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালনগর মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কর্মসূচি প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আটকা পড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে পৌণে ৫টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে