রাজশাহীতে আ.লীগের পথসভা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
রাজশাহীতে আ.লীগের পথসভা

নিজস্ব প্রতিবেদক : চলমান কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের অন্তরালে বিএনপি, জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মসূচি মোকাবেলা করতে পথসভা করেছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার সকাল ১০ টা থেকেই আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে দলীয় নেতাকর্মীরা মহানগরীর জিরো পয়েন্ট মসজিদের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্লোগানে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চলনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সমাবেশ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণত সম্পাদক ও রাজশাহী- ৩ আসনের সাংসদ আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারসহ সিনিয়র নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্তরালে শিক্ষার্থীদের উপর ভর করে বিএনপি, জামায়াত-শিবির সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে আগুন সন্ত্রাস করছে। বিদেশ থেকে তারেক জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা তাদের সন্ত্রাসী কার্যকলাপ ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবো।

বক্তারা আরও বলেন, সমাবেশ থেকে আন্দোলনের নামে দেশকে সহিংসতার মুখে ঠেলে দিয়ে দেশে অচল অবস্থা তৈরী করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে