অসহযোগ আন্দোলনে উত্তাল রাজশাহী

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
অসহযোগ আন্দোলনে উত্তাল রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাবি : সরকারের পদত্যাগের এক-দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ। রোববার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে এ আন্দোলন শুরু হয়।

আন্দোলনকারীরা বলেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। এই সরকারের পতন করেই আমরা ঘরে ফিরবো।

জানা গেছে, বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও অভিভাবকসহ নানা শ্রেণির জনগণ সংহতি জানিয়ে আন্দোলন করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, দাবি একটাই হাসিনার পদত্যাগ। এ আন্দোলন চলবে। এসময় তিনি সংবাদকর্মীদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ থেকে আন্দোলনকারীদের বিরত থাকার কঠোর হুশিয়ারী দেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে