নাটোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ১:৩৫ অপরাহ্ণ |
নাটোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ গেট এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ গেট এলাকায় এই কর্মসূচী পালন করে। শুরুতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা স্যাপার কলেজ গেটের সামনে জড়ো হয়ে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিলটি পার্শ্ববর্তী ধুপইল বাজার হয়ে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গেট সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্যাপার কলেজ গেটের সামনে দয়ারামপুর বাজারের সড়কের তিন মাথা মোড়ে অবস্থান করে। প্রায় ঘন্টা ব্যাপি এই অবস্থান কর্মসূচীর পর কাল সোমবার আবারও একই স্থানে একই কর্মসূচী পালনের ঘোষণা এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শেষ হয়।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করলেও পরিবেশ ছিল শান্ত।

বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান বলেন, প্রায় ঘন্টা ব্যাপী শিক্ষার্থীরা কর্মসূচী পালন করেছে, তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে