বাগাতিপাড়ায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ছেলে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মা সেলিনা বেগমকে (৬৫) ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সেলিনা বেগম উপজেলার সদর ইউনিয়নের টেটনপাড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের স্ত্রী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়িতে নিহত সেলিনা বেগম ও তার ছেলে গোলাম কিবরিয়া বসবাস করতেন। মেয়েদের বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে। ছেলে কিবরিয়া মানসিকভাবে অসুস্থ ও নেশাগ্রস্থ ছিল। স্থানীয়দের ধারণা বৃদ্ধার ছেলেই রাতের কোনো এক সময় তার মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।

রোববার সকালে নিহতের মেয়েরা একাধিকবার ফোন করেও না পেয়ে তারা মায়ের বাড়িতে ছুটে আসেন এবং এ ঘটনা দেখতে পান। ঘটনার পর থেকে ছেলে গোলাম কিবরিয়া পলাতক রয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে