প্যারিস অলিম্পিক : ব্যাডমিন্টনে প্রথম স্বর্ণ চায়নার
পদ্মাটাইমস ডেস্ক : প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্টে প্রথম স্বর্ণ জয় করেছে চায়না। মিক্সড ডাবলসে শীর্ষ বাছাই ঝেং সিউই ও হুয়াং ইয়াকিয়ং জুটি মাত্র ৪১ মিনিটে দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওন-হো ও জেয়াং না-ইয়ানকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন।
তিন বছর আগে টোকিও গেমসের ফাইনালে পরাজিত চাইনিজ জুটি এবার আর কোন ভুল করেনি। ২১-৮, ২১-১১ পয়েন্টের সরাসরি গেমে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে রেকর্ড সৃষ্টি করেছেন ঝেং-হুয়াং জুটি।
লা চাপেলে এ্যারেনাতে চাইনিজ সমর্থকদের উচ্ছ্বসিত সমর্থনের মধ্যে দিয়ে ঝেং-হুয়াং মাত্র ২০ মিনিটেই প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে দক্ষিণ কোরিয়ান জুটি কিছুটা ভাল শুরু করেছিল। কিন্তু ঝেং-হুয়াংকে পরাস্ত করা মোটেই সম্ভব ছিলনা।
জাপানের ইতা ওয়াতানবে আরিকা হিগাশিনো জুটি দক্ষিণ কোরিয়ান সিও সেয়াং-জায়ে ও চায়ে ইউ-জুং জুটিকে ২১-১৩, ২২-২০ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
সর্বশেষ ছয়টি অলিম্পিকে চায়না ব্যাডমিন্টনের পদক তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। নারীদের অল চাইনিজ ডাবলসে জেন কিংচেন-জিয়া ইয়াফান জুটির বিপক্ষে লড়বে শেংসু-টান নিং জুটি। এই ম্যাচের পর পদক তালিকাকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে চায়না। এছাড়া পুরুষ বিভাগের ফাইনালে শীর্ষ বাছাই চাইনিজ জুটি লিয়ং ওয়েইকেং-ওয়াং চ্যান লড়বে তাইওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন লি ইয়াং-ওয়াং চি-লিনের বিপক্ষে।