শিবগঞ্জে অসহযোগ আন্দোলনের কর্মসূচি, বিএনপির একাত্মতা ঘোষণা
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ৩:১৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : একদফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহযোগ আন্দোলন, গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে এ কমসূচি পালিত হয়।
মডেল স্কুলের সামনে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মনাকষা মোড় সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে রাজপথ। এ আন্দোলনের সাথে বিএনপির নেতারা একাত্মতা ঘোষণা করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকার ঘোষণা দিলেও তাদের মাঠে দেখা মেলেনি।