পোরশায় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ৩:২১ অপরাহ্ণ |
পোরশায় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে নওগাঁর পোরশায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব এবং গৃহিত কর্মসূচি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ্ আল মামুন সহ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে