সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ৩:২৬ অপরাহ্ণ |
সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ৭১’র পরাজিত শক্তি বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে। কোটা আন্দোলনের নামে এই ৭১’র প্রেত্মাতা দেশকে ধ্বংশ করার কাজে লিপ্ত হয়েছে।

অতীতের সকল ভেদাভেদ ভুলে দলকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে আবারও ৭১’র মত ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখতে হবে। রোববার (৪ আগষ্ট) বেলা ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের রাগ আওয়ামী লীগের উপর না, আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর না, তাদের রাগ দেশের উপর, দেশের জাতীয় সম্পদের উপর। যাতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারে। তারা ৭১’র পরাজিত হয়েছে, ৭৫’র বঙ্গবন্ধুকে হত্যা করেও দেশকে পাকিস্তান বানাতে পারে নাই। এখন কোটা আন্দোলনকারীদের পেছনে থেকে দেশের জাতীয় সম্পদ ধ্বংস করে সেই প্রতিশোধ নিতে চাচ্ছে।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, নিয়ামতপুর সদর আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক।

সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমূখ।

আলোচনা সভার পূর্বে গত ৩ আগষ্ট শনিবার নওগাঁয় বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপ ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে নিয়ামতপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে