নাটোর শহর আ.লীগের দখলে, দাঁড়াতে পারেনি আন্দোলনকারীরা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
নাটোর শহর আ.লীগের দখলে, দাঁড়াতে পারেনি আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাঁড়াতে দেয়নি সরকার দলীয় ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা। রোববার দুপুরে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জমায়েত হতে লাগলে সেখানে ধাওয়া দেয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পিছু হেঁটে পালিয়ে যায়। এসময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করা হয়।

এদিকে নাটোরে-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে গোটা শহরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া চলছে। রোববার (৪ আগস্ট) সকাল আটটা থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এই মোটরসাইকেল মহড়া চালাচ্ছে সরকারী দলের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি উমা চৌধুরী জলিসহ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের কানাইখালী এলাকাস্থ প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে আছেন। শহরের মাদ্রাসা মোড় এলাকায় সতর্ক অবস্থানে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ।

দুপুর ১২টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে আন্দোলনকারীরা একটি মিছিল বের করলে সংসদ সদস্য শিমুলের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন তাদের। ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যান আন্দোলনকারীরা।
পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকার কারণে আন্দোলনকারীরা আর কোথাও বের হতে পারেনি।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় থাকায় কোথাও কোনো পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করতে হয়নি অথবা মারপিটে কেউ হতাহতও হয়নি বলে জানান। শহরে বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, নাটোরে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। তবে সংঘর্ষ হতে পারে এমন আতঙ্কে নাটোরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে